সংগ দোষে দোষী
ভোরের আলো মাত্রই জেগেছে উঠে
মর্মান্তিক এক ঘটনা গেছে যেন ঘটে।
স্মার্টও সুন্দর এক ছেলে দেখা গেল
সুখী পরিবারের যেন তাকে মনে হল!
কত লোক সংগ দোষেই ফেঁসে যায়
জীবনে চলার পথে অশান্তিতে পায়!
কালো রংগেরই জামা পরেছে গায়ে
দেখিলাম প্রচন্ড আঘাত তার পায়ে।
লোকের ভিড়ে আছে ছেলেটি ঘেরা
এরই মধ্যে ও পুলিশে করছে জেরা।
পুলিশের কাছে খেয়েছে ফাঁকে ধরা
লাঠি হাতে নিয়ে শুরু করে যা মারা!
বেড়া জালে পড়ে ভয়ে কত কি কয়
বেধড়ক পিটুনি যতই যেন গায়ে সয়!
পাশের ঐ বাজারে ঘটেছে এক চুরি
লোকের সংগে সে করছিল ঘুরাঘুরি!
চুরির ঐ ঘটনা টের পেয়ে যায় লোক
চোর চোর শব্দে ও মুখরিত জনমূখ।
সকল একত্র হয়ে ওদের তাড়া করে
তখন কয়েকজন তো যায় ধরা পড়ে।
পিটুনি শুরু হলে দৌড়াদৌড়িও চলে
বেশ আঘাত পায় ঘন পিটুনির ফলে।
সুখী ও সমৃদ্ধ পরিবারেই যাদের জন্ম
সংগ দোষে গ্লানি টানে তাদের প্রজন্ম!