দাম্ভিক

আন্তরিকতা স্বপ্ন হরমোনের যত প্রণোদনা
মুহূর্তের উত্তেজনা কখনও বা প্রতারণার
প্রবৃত্তি বহুমাত্রার অনুভূতি ও বিস্তর গল্প
লেবার রুমের গাইনোকলজিস্টের কাছে
অবশ্য ব্যর্থ রক্ত-লালা জড়ানো উদ্দীপনা।

ভ্রূণ স্রেফ ডিফেক্টেড ক্রমোজম গল্পের
নেপথ্য ধার তিনি ধারেন না কাঠ খোট্টা
লেবার রুমের গাইনোকলজিস্টের না হয়
ডিসেকশন থাকুক পৃথিবী উল্লখিত গ্রহের
মায়াবী পাড়ের কোনো কবির গল্পসল্পের।

হাড় নিংড়ানো পরিশ্রমে অসম্পূর্ণ রচিত
কবির কবিতাই স্বহস্তেও বাতিল হয় যদি
সব অমীমাংসিত কিছু পঙ্ক্তি যার নাম
খসড়া কবিতা কবির কাছে অমীমাংসিত
কবিতার পঙ্ক্তি একরকম ভুলেযা খচিত।

মা তেরেসার অনুভূতি নিলে শোনা যাবে
অমীমাংসিত ভ্রূণ আর পঙ্ক্তির অন্তর্গত
কান্নাকে কারোও কাছে মনে হতেই পারে
প্রগলভতার প্রশ্রয় যার ত কান্না প্রকাশের
শক্তি আছে সে যে শক্তিমান প্রকাশ পাবে।

অন্তর্গত কান্না বলে ভাবতেন বাতিল শিশু
সম্ভবত তার মতো আর কেউ উদ্দেশ্যহীন
ভাবেননি একটি ভ্রূণেরও নেপথ্যে আছে
কোনো মহাকাব্য রয়েছে কত ভালোবাসা
তারা মাদার তেরেসার কিশোর আর শিশু।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *