স্বপ্ন পূরণ
রত্নের চেয়েও মূল্যবান সুন্দর উক্তি
দিশেহারাকে দেখায় পথ অন্ধকারে
জ্বালায় আলোর মশাল যত দুর্বল
আছে তাদেরে যোগায় আরো শক্তি।
হতাশা ব্যর্থতা গ্লানির অনুভূতি তিক্ত
যখন ঘিরে ধরে তখন ঘুরে দাঁড়াতে
একমাত্র সম্বল হয় আশা একটু খানি
সম্ভাবনার হাতছানি থাকে অতিরিক্ত।
সময় গুলোতে জীবনের তো কঠিন
মনোবল ধরে রাখতে হৃদয়ে যুগিয়ে
অনুপ্রেরণা যাবে বিখ্যাত উক্তি তুমি
যদি এখন থেকেই করে নেও রুটিন।
তোমার স্বপ্নগুলোকে করতেই পূরণ
ছুটে চলো না পেছনে সত্যি একদিন
তোমাকে কাজ করতে হবে অন্যদের
অধীনে বাস্তবায়নে সব রাখো স্মরণ।
স্বপ্ন আর তোমার মাঝেতো অজুহাত
যে মুহূর্ত থেকে তুমি নিজেকে তা বন্ধ
করে একনিষ্ঠভাবে কাজ শুরু করবে
তবে হবে উন্নত আরোও দিনাতিপাত।