মা বাবার সন্তোষ্টিতে সব সুখ
পথের ধারে বাড়ি তার সেথায় তারা রয়
তার ছোটো ভাই বোন মুকুল আর পুতুল
সংসারে মা বাবা সহ মোট পাঁচ জন হয়।
রাতুল বড়ো তাই ধরেছে সংসারেরই হাল
সর্বদা রুজি রোজগারের ধান্দায় থাকেও
কখনো মাঠে মাছ ধরতে নিয়ে যায় জাল।
বয়ষ্ক মা ও বাবা এখন কাজ কর্মে অক্ষম
ভাই বোন তিন জনের মধ্যে রাতুল যে বড়
খানা খাদ্য যোগাড় করতেই ব্যস্ত সর্বক্ষণ।
তাদের সংসারে কত অভাব অনটনই রয়
অসুখ হলে কাজ কর্ম থেকেও বিরত হয়
দিন রাত অনেক সময় দু:খ কষ্ট কত সয়।
মুকুল বড় হলে এক দোকানে চাকরি নেয়
সকাল হতে সন্ধে পর্যন্ত দায়িত্ব পালনে রয়
মাস শেষে বাবার হাতে বেতনের টাকা দেয়।
মা ও বাবা তাদের জন্য অনেক দোয়া করে
তাঁরা উভয় কত না খুশি সন্তানদের উপরে
আল্লাহও রাজি হয়ে যত অভাব নেন দূরে!