স্বপ্নের মধ্যে যতো
এই স্নেহের চুম্বন নিন
ঠিক ললাটের উপর
এখন আপনার কাছ
থেকে বিচ্ছেদে বলি
এতটুকুই ফেরত দিন!
আপনি ভুলোনা কভু
যারাও এরুপ করেন
মনে আমার দিনগুলি
স্বপ্ন ছিল এক আশা
যদি উড়েও যায় তবু!
দিনে হউক বা রাতে
একটি দর্শনে অথবা
নয় কোন টিরোই এর
মধ্যে যে কোন সময়ে
ইহা চলে গেছে সাথে!
যা দেখি বা মনে হয়
মোরা বিভোর স্বপ্নের
মধ্যেই কতো মুগ্ধকর
স্বপ্ন আরোও গর্জনের
মধ্যে যা দাঁড়িয়ে রয়!
স্রেফ কষ্টদায়ক তীর
সুসজ্জিত সুশোভিত
আর আমার হাতের
মধ্যে আমি ধরে রাখি
নিরীহ পাখিরই নিড় !
কতো কম তবুও তারা
কিভাবে হামাগুড়ি দেয়
আমার মমতাও গভীরে
দিয়ে যখন তারা কাঁদে
আরো বেশ মোহে যারা !
নির্দয় ঢেউ থেকে কেহো
অজানা ও নয় পরিচিত
একজন আমরা দেখতে
পাই বা মনে হয় উপস্থিত
নিতর নির্জীব এক দেহ !
সকলের পালন কর্তা রব
আমরা যেন একটি শক্ত
আলিঙ্গনের সঙ্গে ধরতে
আরো সংরক্ষণ করতেই
পারি বল দাও তুমিই সব !