অফুরন্ত দয়া পাই !
মোর প্রিয় ছোট দু’টি নাতনী যারা
সকাল দুপুর সন্ধ্যায় রাতের বেলা
খেলা ধুলাতে রতো থাকতো তারা।
জেগে উঠার পরেই দাঁত ব্রাশ করে
ডাইনিং রুমটিতেও উপস্থিত হয়েই
হাসি খুশি করে চেয়ারে বসত পরে।
আনন্দ ফুর্তিতেও তারা মগ্ন থেকে
যৎ সামান্যই নাস্তা ও পানীয় সেরে
কথা বার্তাতেই কখনো যেত বেঁকে।
পক্ষে বিপক্ষে তারা করতো নালিশ
তাদেরকে সামলাতে সোহাগের ছলে
কিছুক্ষণ ওদের জন্য চলত সালিশ !
তাদের ভাষ্যে সবার মন কেড়ে নিত
কখনো মৃদু কান্না পরক্ষণেই উল্লাস
করে মোদের হাসির খোরাক দিতো।
ছোটো নাতনিটি মোদের পাশে নাই
তার বড় বোনও বিরহ ব্যথায় ভোগে
প্রত্যেহ ফোনালাপে সবে শান্তি পাই।
ছেলে,বউমা,নাতনীসহ সবার তরে
সৃষ্টি কর্তার নিকট সকলেই প্রার্থনা
করার আবেদন থাকল হৃদয় ভরে!
আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি
যথাযথ ইবাদত বন্দেগী করে যেনো
মোরা তাঁর অফুরন্ত দয়া পেতে পারি!