ফূর্তি
সাপ্তাহিক ছুটির দিন,
পূর্ব নির্ধারিত রোটিন।
সকালে বেড়াতে যাব ,
নাস্তার টেবিলে খাবো।
আমার প্রস্তুতি দেখে,
নাতনীরা গেলো বেঁকে।
তারা বললো দাদা ভাই,
আজ কিন্তু নিস্তার নাই!
একই রকম তাদের শুর,
শুনতে কতই যে মধুর!
পড়লাম আমি বিপাকে,
ছুটতে পারি নাই ফাঁকে।
বললাম আচ্ছা কি আর!
সাজ গুজ কর যার তার।
সাজতে যে সময় নিলো,
ঘন্টাই শেষ করে দিলো।
দুলালীরা করলো সাজ,
ময়ূরেরা পেখমের রাজ।
অবশেষে তাদেরকে নিয়ে,
চললাম CNGগাড়ী দিয়ে।
যাই ওসমানী শিশু উদ্যান ,
করলো খেলায় যোগদান।
সেথায় লোকের সমাবেশ,
নাতনীদের ফূর্তির নেই শেষ।