ভোগ বিলাস করে
সুখ সাচ্ছন্দে আছে যারা
জীবনটি সফলতায় ভরা
সর্বদা আরামে রয় তারা।
যথেষ্ট ভোগ বিলাস করে
যত উন্নতিতে পৌঁছে পরে
পরিশেষে সফলতা সারে।
টাকা লগ্নীতে টাকা আনে
বিত্তবানরা ভালোই জানে
ব্যবসায়ী নীতি তারা মানে।
ব্যবসা করতে পুঁজি লাগে
সদায় কিনতেই হয় আগে
মুনাফা নেয় শতো ভাগে।
বিনিয়োগ কারো নয় কোন
মূল পুঁজিতার মুখটি যেনো
উপার্জন করে সবে জানো।
কথা বার্তায় কত মিষ্টি সুর
দূর হয়ে যায় আঁধার ঘোর
সম্পর্ক গঠন করে সুমধুর।