কতো দু:খ !
যতো পিতা মাতা আছেন জগৎ ভরে
সন্তানদের জন্যে তারা সব ত্যাগ করে
স্নেহ ও মমতার কোনো সীমা না ধরে!
ছেলে মেয়েদের জন্যে যত মোহ মায়া
শতো আরাম আয়েশ সুখ শান্তি এসব
ছেড়ে দিয়ে সন্তানদেরকে করেন দয়া!
কখনো দেখেন তো ওদের মলিন মুখ
সাহায্য ও সহানুভূতিতে হাসি ফুটাতে
না পারলে বেড়ে যায় মা বাবার দু:খ!
অসুখ বিসুখে আর ভোগে যদি জ্বরে
খাদ্য গ্রহণ না করে কতো দিন রজনী
কাটে কষ্টে তাঁদের জীবন বাজি ধরে!
চিন্তায় রয় শুধু সন্তান শীঘ্র মুক্তি পায়
উপাসনা আরাধনা পেরেশানি আরো
খাদ্য না খেয়ে রাত জেগে সময় যায়!
আল্লাহ তায়ালার অসীম কৃপার ফলে
তাঁদের ইবাদত বন্দেগী আর প্রার্থনায়
সন্তানসহ সবার সুখ এবং শান্তি মিলে!