জাতীয় নির্বাচন
অনেক নীরব আরো নিস্তব্ধ
যেথা নেই বেশী শাড়া শব্দ।
অদ্য দ্বাদশ জাতীয় নির্বাচন
ছেড়ে আসে অল্প আবাসন।
সামান্য সংখ্যক কিছু আসে
ভোট দিতে থাকে পরিশেষে।
আরম্ভের পর প্রায় এক ঘন্টা
ভোটার স্বল্পতা মনে উৎকন্ঠা।
নির্বাচনে কতো অংশ নিলাম
এমন আর কখনো না পেলাম।
স্থান সিলেট বালিকা বিদ্যালয়
মির্জাজাঙ্গাল কেন্দ্রটি যে হয়।
যেথায় অনেক্ক্ষণ পরে পরে
কয়েক ভোটার আগমন করে।
দায়িত্বপ্রাপ্ত ছিলেন যত যারা
সুযোগে অবকাশ নেন তাঁরা।
বেশী নেই কোনো আনাগোনা
সাড়া শব্দ সামান্য যায় শোনা।
এভাবেই ভোট গ্রহণ চলে বটে
বিশেষ কোনো ঘটনা নাহি ঘটে।