সরল পথ!
কেউ কারো যতো দুঃখের কথা
অন্যদের না বলে মনের গভীরে
রাখো যদি লুকিয়ে তবে তাদের
হতে দূরে রবে অপবাদের ব্যথা!
নিজের দুঃখটি লাগবের আশা
অপরের নিকট থেকে কখনো
না করে খোদার উপরে কেবল
ধৈর্য্য সহিষ্ণুতায় রাখো ভরষা!
এ জগতে যদি কেহো কষ্ট পাও
অন্যের নির্ভর নাহি করেই শুধু
আল্লাহ তায়ালা আর রাসুলের
প্রদর্শনীত পথে সবে চলে যাও!
যতো মুশকিল আরো মুছিবত
সৃষ্টি কর্তার অপার অসীম কত
মেহেরবানীর ফলেই আমাদের
উদ্ধারের হল সহজ সরল পথ!