অবিরাম সাধনা
তুমি যদি হাসাতে না পারো
কখনো যেন কারে
আপ্রাণ চেষ্টা করতে থাক
আনন্দ দিতে তারে।
কেঁদে কষ্ট আরো দু:খ পেলে
ধরণীর কোন মানুষ ,
দুর্ভোগ দুর্গতির মুক্তিতে তার
চলতে হয় করে হুঁশ।
কতো অবিরাম সাধনা করে
সকলে রেহাই পেতে ,
ঐকান্তিক প্রচেষ্টাতে থাকে
উদ্ধার মিলেই যাতে।
অনন্ত অসীম দয়াময় খোদা
মুক্তি চাই মোরা সদা ,
ইবাদতে তাঁর রহমতের ফলে
উদ্ধার পাবো সর্বদা !