পাপে ভরা দেহ !
দয়াল আল্লার করুণা অসীম
পৃথিবীর বুকে যত জীব জন্তু
পশু পাখি আছে সবার জন্য
তাঁর মায়া দয়া কত সীমাহীন!
অসংখ্য অগনিত পাপে ভরা
করুনাময় আল্লাহর সকাশে
ইবাদত বন্দেগীর দ্বারা মুক্তি
পায় গোনাহ গার বান্দা যারা!
পাপ গোনাহ যতো করে যাই
কায়মনে আল্লার নিকট যবে
মোরা প্রার্থনা করি সবই মুছে
ফেলে তাঁর কৃপায় মুক্তি পাই!
সৃষ্টি কর্তা অসংখ্য মেহেরবান
তাঁর অপার অনুগ্রহের ফলেই
আমরা সকলের নাযাত মিলে
যত পাপী তাপী পায় পরিত্রাণ!