করুণা অর্জন
শতো চেষ্টার বিনিময়ে
কাহারোও হয়নি লাভ
সত্যবাদী আর কঠোর
শ্রমে মিলতে হবে ভাব।
জীবনে উন্নতির জন্যে
যারা চেষ্টা করতে রয়
নিয়মতান্ত্রিক সাধনায়
যতো উন্নয়ন লাভ হয়।
পৃথিবীতে যতো মানুষ
অধিক সম্মানী ছিলেন
ইজ্জত সম্মান অর্জনে
মুল্যবান সময় দিলেন।
আল্লাহ পাকের করুণা
যদি অর্জন করতে চাও
ইবাদত ও বন্দেগী সেরে
সবে লাভ করে তা নাও।