বলতে পারিনি !
কাশি খুব বেশী হয়েই গেলো
প্রায় পনের দিন পর বিকেল
থেকে শত বৃদ্ধি পেয়ে একদা
কথা বার্তা বলাটা বদ্ধ হলো!
এ রোগটির যন্ত্রণা যাকে বলে
আমি নিজে – এর অধিক কষ্ট
দু:খ যাতনাতে ভোগে আল্লার
কৃপার ফলে কিছু শান্তি মিলে!
আপনারা সবাই অধমের তরে
মহান আল্লাহ তায়ালার নিকট
রোগ মুক্তির দায় দোয়া করেন
যেন পূর্ণ শান্তি পাই প্রাণ ভরে!
সব জ্বালা যন্ত্রণা কষ্ট অশান্তি
পরম করুণাময় মহান আল্লাহ
অসীম মেহেরবানী এবং দয়ার
ফলেই তিনি দান করেন শান্তি!