পূর্ণ আস্থা রাখ
সাফল্যের জন্যে মূল্য দিতে হবে
ভালোবাসা কঠোর পরিশ্রম আর
স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্যে
পিছপা হলে বলিষ্ঠ ভূমিকা নিবে।
একটানা কাজ করার গুণ থাকে
যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি
রয় তার সফল হওয়ার সম্ভাবনা
সবথেকে অধিক বৃদ্ধি হয় ফাঁকে।
কেউ যদি সময়ের মূল্য নাহি দেয়
তবে অন্যরা কোন গুরুত্ব দেবে না
নিজের সময় প্রতিভা যেনো বাজে
বিষয়ে নষ্টের রাস্তা বন্ধ করে নেয়।
সফলতার জন্য সুযোগে সব থাক
ধৈর্য্য ও একাগ্রচিত্তে তপস্যা আর
সাধনা করে উন্নতির জন্য আল্লাহ
পাকের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখ।