ফাঁকি দিয়ে !
এখন কোথায় আছো ভাই
অনেক দিন পেরিয়ে গেল
তোমার দেখা সাক্ষাৎ নাই!
স্নেহের কারণে খবর রাখি
কোন স্থান নেই আর বাকি
কেনো মোরে দিলে ফাঁকি!
মনের আরো জ্বালা বাড়ে
এখন থেকে অনেক পুর্বে
সাক্ষাৎ হয় রাস্তার মোড়ে!
এর পর থেকে খোঁজ নাই
পেরেশানীর সময় কাটাই
কোনো সন্ধান যে না পাই!
প্রার্থনা করি ভালো থাকো
আল্লার প্রতি বিশ্বাস রাখো
মনে প্রাণে স্রষ্টাকে ডাকো!