অবশেষে
বেলাটি শেষ হয়ে গেলে
অনুতাপ ও অনুশোচনা
ব্যতীত কিছুই থাকবে না
ফলে অন্তরেও আজীবন
দুর্ভোগ ও অশান্তি মিলে।
তাই পল্প গুজবে না বসে
অনর্থক সময় করনা নষ্ট
নয়তো হয়ে যাবে পথভ্রষ্ট
অনুতপ্ত ব্যতিরেকে কিছু
করার মত রবে না শেষে।
সবই নিজস্ব গতিতে চলে
যারা তাদের কাজ করতে
তপস্যা সাধনায় সময়নিষ্ট
হয়ে ধৈর্য্য ধরে যথা সময়
সমাপ্তির পরে শান্তি ফলে।
সময় ও স্রোত চীর বহমান
এরা কোনো দিনও তাদের
চলতে কখনোই ব্যতিক্রম
করেনি যার তার সগতিতে
বহে শুরু থেকে আবহমান।