শাশ্বত রূপ

নারীর শ্রেষ্ঠ পরিচয় গর্ভধারিণী
তারা জননী তাদের শাশ্বত রূপ
আমরা আজীবন ধরেই দেখছি
আরো যত স্নেহ দয়ার ভান্ডারী।

অন্যায়ের প্রতিবাদ করতে জানে
নারীও রুদ্ররূপ ধারণ করে নিজ
দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজে
সম্মানজনক যত অবস্থান আনে।

এখন স্বনির্ভর ও স্বয়ংসিদ্ধা তাঁরা
বর্তমানে কাহারো নির্ভরশীল নয়
উল্টো তাঁদের উপর দাঁড়িয়ে রয়
পরিবারের হালও ধরে নেয় যাঁরা।

অর্ধেক করেছে নারী বাকীটি নর
বিশ্বের যতো কিছু মহান সৃষ্টি চির
কল্যাণকর যা কিছু এ পাপ-তাপ
কষ্ট অশ্রুবারি এতেও আছে কর।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *