পশুবৃত্তি
সর্ব নিকৃষ্টতম আচরণ হচ্ছে ধোঁকা
মানুষের আচরণের পশুবৃত্তির মধ্যে
যা অনেকগুলো কত পাশবিক হলে
একজন মানুষ অন্য জনকে কুবুদ্ধি
দিয়ে তৎক্ষনাৎ বানিয়ে নেয় বোকা।
বেশ যন্ত্রণার মধ্যেও জীবন কাটায়
একজন ধোকাবাজ মানুষ বরাবর
কৃতকর্মের জন্যে সে পুরো নিশ্চিত
যে অসহনীয় দু:খ কষ্ট সম্পুর্ণরুপে
ভোগার কারণ জেনেই স্বার্থ মিটায়।
বিশ্বে বিশ্বাসের ভিত যত গভীর হয়
মানুষ কোন সময় যথেষ্ট স্বার্থ সিদ্ধি
অর্জন করে অবিশ্বাসের জন্য কেহ
কিছু হারাবার তো ভয় না থাকলেও
ধোঁকার পরিনাম ততটা ভয়ঙ্কর রয়।
স্বার্থের রাজ্যের প্রজা যে ধোঁকা খায়
কেননা সে ই সব চেয়ে অধিক বোকা
বরং ধোঁকাবাজরা সর্বত্র রাজত্ব করে
নেয় কিন্তু কারো কাছে জবাবদিহিতা
করার সম্মুখীন হয়ে কখনো না যায়।