বসুমতী
বন্যায় কবলিত আছে যারা
আল্লাহ পাকের কাছে মোরা
সকলে দোয়া করি এ বিপদ
থেকে যেন উদ্ধার হয় তারা।
আমাদের কর্তব্য হলো ভাই
তাদের জন্য সাধ্যমত যতো
সাহায্য করতে পারি সকলে
আপ্রাণ প্রচেষ্টা করে ই যাই।
সৃষ্টির সর্ব শ্রেষ্ঠ মানুষ মোরা
অন্যের দু:খ কষ্ট ও দুর্ভোগে
সাহায্যের হাত বাড়ালে তবে
পরিবর্তন হয়ে যাবে বসুন্ধরা।
আমরা সব তো উন্নত জাতি
সত্যনিষ্ঠ আর সঠিক রাস্তায়
চলাচল করে সমাজে অর্জন
করতে হবে প্রচুর যশ খ্যাতি।