নির্বিকার
চিটিং বাটপার ধরণীতে যতো
সর্বক্ষণ তাদের ধান্দায় থাকে
সহজ সরল যারা খপ্পরে পড়ে
অনেকেই জীবনের উপার্জিত
সর্বস্ব হারিয়ে ফেলে শত শত।
খাম খেয়ালী ইচ্ছেমতো চলা
মানুষকে অত্যাচার কখনোই
এত অধিক করতো যে সন্ত্রস্ত
হয়ে ওদের আক্রমণের ফলে
ভয়েই বন্ধ রাখতো কথা বলা।
সহায় সম্পদ হারানোর শেষে
ভুক্তভোগী যারা সব নিরুপায়
হয়ে কিংকর্তব্য বিমুঢ়ের মতো
ঘুরাঘুরি করে অবশেষে কোন
শান্তি না পেয়ে ভাগ্যকে দোষে।
ওদের কলাকৌশল চমৎকার
কতো শত আবাল বৃদ্ধ বনিতা
কেউ তো বাটপারি চিটিংবাজ
থেকে রেহাই পায়নি সব কিছু
কেড়ে নিয়ে বানায় নির্বিকার।