অনুগ্রহের জান্নাত
আল্লাহর ভয় ও তাকওয়ায় জান্নাত মিলে
এপ্রসঙ্গে খোদা তায়ালা পবিত্র কোরআন
মাজিদে বলেছেন, ‘নিশ্চয়ই খোদাভীরুরা
থাকবে ছায়ায় আর প্রস্রবণ সমূহে তাদের
বাঞ্ছিত ফল- মূলের মধ্যে সময় যাবে চলে।
আল্লাহ সৎকর্মীদের পুরস্কৃত করে থাকেন
করুনাময় খোদা তায়ালার অসংখ্য দয়ার
ফলে ঘোষণা করা হবে তোমরা যা করতে
তার বিনিময়ের ভিত্তিতে তৃপ্তির সঙ্গে সবে
পানাহার কর এ বাণী সবে যে মনে রাখেন।
কু-প্রবৃত্তি নিয়ন্ত্রণে জান্নাতে যাওয়া যাবে
সৃষ্টিকর্তা আরো বলেন পক্ষান্তরে যে তার
রবের সামনে (কিয়ামতের দিন) উপস্থিত
হওয়ার পূর্ণ ভয় এবং নিজেকে কু- স্পৃহা
থেকে বিরত রাখে সে কিন্তু জান্নাত পাবে।
কখনো স্বর্গে যাওয়ার ই কারণ হতে পারে
ছোট আমল আল্লার রাজীর জন্য যা করা
হাদিসে আছে যে , তৃষ্ণার্থ কুকুরকে পানি
খাওয়ানোর বিনিময়েই মহান আল্লাহ এক
ব্যভিচারীকে জান্নাতে দিবেন করুনা করে।
আবার অনেকের জন্য তা কত কঠিন হবে
ছোট এবং বড় সব ধরনের আমলকে যেন
মুসলমান হিসেবেও আমাদের গুরুত্ব দিতে
হবে কেননা , জান্নাতে যাওয়ার প্রধান শর্ত
স্রষ্টার সন্তোষ্টি লাভে আমলের গুরুত্ব রবে।