আবিষ্কার
বিজ্ঞানীরা বহু প্রযুক্তি আবিষ্কার
করেছেন আক্ষ-রিক ভাবে বটে
প্রকৃত পক্ষে আল্লাহ তাআলা স্রষ্টা
তাঁর হুকুমের ফলে সব কিছু ঘটে।
মেধার ওপর করে ভর মানুষই যত
আবিষ্কার যে করছে তারা শত শত
আল্লাহর দান ছাড়া নয় কারো মতো
প্রদত্ত জ্ঞানে করছে আরো ও কত।
গুণী জ্ঞানী যে সব উপকরণের ধারা
ব্যবহার করে আবিষ্কার করছে তারা
সকল প্রযুক্তিই প্রাকৃতিক উপকরণ
মিশ্রণে সফলতার কাজ করছে সারা।
জোড়াতালি দিয়ে তৈরি করছেন যত
কলকবজা তারা, প্রকৃতি প্রদত্ত বায়ু
পানি আগুন থেকে বিদ্যুৎ সৃষ্টি করে,
মুলতঃ খোদা এ সবে দিয়েছেন আয়ু।