উজ্জীবিত করে
আল্লার সৃষ্টি নিয়ে চিন্তা কর
যতো মুসলিম ইবাদত সারো
সৃষ্টি থেকে শিক্ষা নিতে পার
ঈমান বৃদ্ধি হওয়ার পথ ধর।
বিশ্বাসে যতো দৃঢ়তাই আছে
মহান আল্লাহ বলেন নিশ্চয়
আকাশ মণ্ডলী ও পৃথিবীতে
মুমিনদের নিদর্শনও রয়েছে।
চিন্তা মনকে উজ্জীবিত করে
আল্লার সৃষ্টি নিয়ে যতো চিন্তা
সন্দেহ পোষণ হতেও মজবুত
রয় দৃষ্টিকে আলো দেয় পরে।
আচরণকে সংহতি দেয় চিন্তা
শিক্ষা গ্রহণ আর চিন্তা থেকে
বিমুখ হলে অন্তর পাষাণ হয়
তৈরী করে ফেলে উদাসীনতা।
এ সকল থেকে পরাঙ্মুখ হলে
অনুশোচনার দিকে নিয়ে চলে
পাপে নিমজ্জিত হয় দলে দলে
ফলে শয়তানের সুযোগ মিলে।