টইটম্বুর
বন্যায় কবলিত যারা
তাদের জন্য আল্লার
কাছে মুক্তি চাই আর
সবাই যেন সাহায্যের
হস্ত বর্ধিত করি মোরা।
নেমেছে বন্যার পানি
কতো স্থানে টইটম্বুর
করেছিল সবে জানি
বহু কষ্টে ফেলেছিল
এখনো টানছে ঘানি।
কতো তলিয়ে গেছে
মূল্যবান জিনিসপত্র
পোষা হাঁস মুরগী যা
গরু ছাগল বহু কিছু
আরো ভেসেই নিছে।
খোদা রহিম রহমান
আমরা সৃষ্টির সেরা
জীব তাঁর সন্তোষ্টির
জন্যে বর্ধিত করেন
মোদের মান সম্মান!