নিরন্তর
কি আশ্চর্যের লিলা খেলা
প্রত্যেক মানুষ সকাল হতে
সন্ধ্যা পর্যন্ত তাদের খাবার
সংগ্রহে ব্যস্ত রয় সারাবেলা।
ভোর হলে ব্যস্ততা শুরু হয়
কতো মানুষ আছে কেমনে
তাদের উপার্জন করে যাবে
সকলে একই ধান্দাতে রয়।
যুবক ও যুবতী কাজ করে
সারাদিন অক্লান্ত পরিশ্রমে
সময় যায় এর মধ্যে আরো
কতো সংসারের হাল ধরে।
কারো মা ও বাবা নেই বেঁচে
পরিবারের হাল ধরতে গিয়ে
সুখ সাচ্ছন্দ্য আরো আনন্দ
উল্লাস ফুর্তি সব গেছে মুছে।
ললাটে যত লিখেছেন বিধি
কতো জ্বালা যন্ত্রণায় ভোগে
দিন রাত কর্মব্যস্ততার মধ্যে
রয় কাজ কর্ম করে নিরবধি।