মৌমাছি
আল্লাহ তায়ালা আদেশ দিলেন,
মাথা পেতেই মৌমাছিরা নিলেন।
পর্বত গাহ্রেতে বৃক্ষগৃহ তৈরি কর,
উঁচু চালে তোরা চলার পথও ধর।
সকল ফল থেকে কর যেন ভক্ষণ,
ফলের নির্যাস তোমরা কর রক্ষণ।
উম্মুক্ত পথ সমূহে ও চলমান হও,
দূর দূরান্তে ভ্রমণ করে ই মধু লও।
নবীজী মধু বাসতেন এতযে ভালো,
প্রচার করেন তিনি দিনের আলো।
মৌমাছি খুবই ছোট একটি প্রাণী,
তারা সকল অনেক পরিশ্রমী মানি।
তাদের মাধ্যমেই সংগ্রহ করা মধু ,
রোগ উপশমে ও আছে যেন যাদু।