শব্দ দূষণ
চলার পথে চতুর্দিকে শব্দ দূষণ
দিক বিদিক ছুটছে প্রতিনিয়ত
যান বাহন যার গতি যত আছে
রাস্তা ঘাটে সকল কত ও বাহন
পাশের আরো শত সহস্র লোক
ভোগছে আরো সবার আবাসন।
মানুষ এবং প্রাণীদের মধ্যে যত
শ্রুতি সীমা অতিক্রম কারী কত
শব্দ সৃষ্টির কারণে শ্রবণ শক্তি
ক্ষতি গ্রস্ত সকলেই যাতায়াতে
আক্রান্তের ফলে অসুবিধা ভোগ
করবে সম্ভাবনায় আছে যে শত।
কল কারখানার সৃষ্ট যত যানজট
থেকে দূষণ এরকম তীব্র শব্দের
উৎপত্তি মানুষের জীবনের সংকট
বয়ে আনে নির্দিষ্ট সীমার হার্জের
কম বা বেশি শব্দ শুনতে পায় না
তাঁদের জন্য শব্দদূষণ কষ্টের পথ।