শীতার্ত রাজপথ
রাস্তার আনাচে কানাচে কত পড়ে থাকে
খিদে নামক কোন এক দানবের কারণে
ঘুম নেই আর না খেয়ে সময় যায় ফাঁকে।
কেউ বাস্তবে দেখেনি কখনোও সে দানব
চলনা আজ দেখে আসি অন্য কিছু করে
কেমন চলে ক্ষুধার জ্বালায় ওইসব মানব।
আমরা একই সাথে আজ বের হয়ে আসি
একই রুটিন করা প্রতিটি দিনের কম্বলের
ভিতর থেকে বেরিয়ে অবস্থা দেখতে মিশি।
একদা শীতার্ত রাজ পথে হেঁটে যাই পায়ে
একটি রেললাইনের বস্তির পাশেতে দেখি
অনেকের শীতের কোন জামা নেই গায়ে !
অতি দরিদ্র কতো লোক অন্নহীন বস্ত্রহীন
আর বস্তির জীর্ণ শীর্ণ কুটিরে কোনো মতে
শতো দু:খ ও কষ্টে কাটে তাদের রাত দিন!