সংহতি
সৃষ্টির রহস্য নিয়েই যদি চিন্তা করি
আসমান- জমিন জল-স্থল পাহাড়
পর্বত নদী নালার মধ্যে যতো কিছু
মোদের কল্যাণে সব রয়েছে জারি।
যতো মানুষ এ রকমের চিন্তা করে
গভীর মনোযোগ দিয়ে যদি রত হয়
তাদের দুনিয়া আখেরাতে শান্তি ও
কত মংগল নিহিত রয় জীবন ভরে।
আল্লাহর সৃষ্টিকূল নিয়ে চিন্তা করা
সকল মুসলমানদের জন্য ইবাদত
সৃষ্টি থেকে শিক্ষা নিলে ঈমান বৃদ্ধি
হয় বিশ্বাসে জীবনে সব যায় সারা।
সন্দেহ পোষণকেও মজবুত রাখে
আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা হৃদয়কে
উজ্জীবিত দৃষ্টিকে আলোকিত ও
আচরণকে যা সংহত করে থাকে।
শতো অন্তরকেই পাষাণ করে দেয়
শিক্ষা গ্রহণে যে বিমুখ থাকে চিন্তা
হতে যত উদাসীনতা সৃষ্টি হয় এতে
কখনো কতো কষ্ট লাভ করে নেয়।