সহানুভূতি
মানুষের সহানুভূতি পাওয়ার জন্য যারা
তাদের আবেগ বা অনুভূতি নিয়ে খেলে
যাকে তো বলা যায় আবেগের পরজীবী
ওদের থেকে যত দূরে থাকা ভালো বলে।
এই ধরনের যতো মানুষ নিজেকে খুবই
ভঙ্গুরভাবে উপস্থাপন এবং প্রকাশ করে
অন্যের সহানুভূতি যোগাড় করে নিজের
কাজ হয়ে গেলে ও অগ্রাহ্য করবে পরে।
আত্মপ্রেমী মানুষ যাদেরকে বলে তাদের
থেকে নিজেকে বাচিয়ে রেখে থাকো দূরে
তবে ভালোবাসা স্বাস্থ্যকর এর ব্যতিক্রম
ঘটলে এদের হতে রইবে শতো দূরে সরে।
যদি কাছের কোনো মানুষের মাঝে এই
ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করো উচিত হলো
তাদের থেকেই নিজেকে নিরাপদ দূরত্ব
বজায় রেখে সম্পর্ক চালিয়ে যেতে চলো।