এসো হে বৈশাখ

পহেলা বৈশাখে বাঙ্গালী উৎসবে মেতে উঠে
জাতীয় জীবনের অন্যতম ইহা একটি দিন
বাঙ্গালী জাতি দল-মত নির্বিশেষেই অনেক
অনুষ্ঠান করে আনন্দ ও উল্লাস আরো ঘটে।

প্রাচীনকাল হতে বৈশাখের চলছে উদযাপন
পহেলা বৈশাখ এক সময় গ্রামীণ জীবনের
অংশ থাকলেও বর্তমানে গ্রাম আরো শহর
উভয় স্থানে সমানভাবে পালিত হয় অনুষ্ঠান।

গ্রাম কয়েকটি মিলে করা হয় বৈশাখী মেলা
পণ্যের দোকান সেথায় হরেক রকম থাকে
শিশুদের নাগর দোলা পুতুল নাচ ম্যাজিক
ভোগ করতে শিশুরাও করেনা হেলা ফেলা।

অনুষ্ঠান পালিত হয় ঢাকার রমনা বটমূলে
সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা এবং
পান্তা ভাত ইলিশ বাংলা নব বর্ষের অন্যতম
বিশেষ আকর্ষণ তো মুখরিত করে তোলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *