কখন কি হয়
রাত শেষ হলেই কত কিছু হয়
কারো ভাগ্যে দুঃখ ও কষ্ট সয়!
অনেক রয় খাল বিলের তটে
পুকুর নদী আরো খেয়া ঘাটে!
যান বাহনে চলতে থাকে কত
অকস্মাৎ দুর্ঘটনা ও ঘটে যত!
দুর্ঘটনায় কত লোক যায় মরে
কেউ আরো কষ্টে পাঞ্জা লড়ে!
অভাব অনটনের চিন্তায় বিষন্ন
দুর্ভোগ কষ্টেই সুখ হয় নিশ্চিহ্ন!
অশান্তির দায় সম্পর্ক হয় ছিন্ন
মনের মিলের হয় অনেক ভিন্ন।
অগনিত মানুষের ভাগ্য প্রসন্ন
আরাম আয়েশ ও হয় আসন্ন!
সুখ শান্তি তাদের ভাগ্যে ফলে
দুর্ভোগ ও দুর্গতি দূরে যায় চলে!
ধৈর্যশীল সহিষ্ণুতো আছে যারা
কল্যাণ মংগল ভোগ করে তারা!
ঐকান্তিক পরিশ্রমও কষ্টের দায়
অসীম সুখে জীবন তাদের যায়।