কি যাতনা !
বসে আছি মনে নিয়ে ব্যথা
আমার ছোট নাতনিটি দূরে
তাই স্মরণ পড়ে তার কথা।
দেশে থাকতে সে ছিল সংগী
তার বড় বোনের সাথে খেলা
ধুলায় করতো কতো যে ভঙ্গী।
একজন নাস্তা করতো যখন
অন্যজন না থাকলে অনেক
সময় গন্ডগোল বাধত তখন।
মায়া মমতায় বিজড়িত যতো
তাই কোনো বোন তফাৎ হলে
তাদের মধ্যে যা অশান্তি হতো!
স্বদেশে আমরাও যারা আছি
ছোট নাতনিটির জন্য সকল
তার বিরহ যন্ত্রণাতে ভোগছি!
সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি
নাতনিদের সহ সকলকে ভালো
রাখার তরে মোরা তাঁকে স্মরি!