গ্রীষ্মের খরতাপ
চোখ ধাঁধিয়ে দেয় রোদ ঝলমল,
তাপে পুড়িয়ে পড়ে ঘাম টলমল।
অসয্য গরমে জনপদ আর ঘাট,
বেশী গরম আছে খেলারও মাঠ।
গ্রীষ্মের খর তাপে অতিষ্ঠ লোক,
গরমের উষ্মতার বেদনাও দুঃখ।
একদিকে কঠিন তাপেরই জ্বালা,
লোড শেডিংয়ের আরো কত খেলা।
একটু পর পর যায় আসে বিদ্যুৎ,
কে বলে কার কাছে তাদের দুঃখ।
সকল স্থানে সর্বোচ্চ গরমের তাপ,
মাঠে যত আছে বলে পাব কি মাফ।
দীর্ঘ দিন পর্যন্ত খরতাপ কত থাকে,
জীব জন্তু পশু পাখি কষ্টে যে হাঁকে।