চড়াই উৎরাই

 

কার কত আছে বল,
সবই কিন্তু হবে তল।
বাহাদুর এবং সবল,
সকল ই হবে দুর্বল।
বলিষ্ঠ নির্যাতন করে,
ক্ষীণরা অবাধে মরে।
স্থায়ী থাকেনা বড়াই,
যত চড়াই ও উৎরাই।
বাহাদূরী অহংকারী,
সব হবে প্রলয়ঙ্কারী।
শক্তি দাপট ও বল,
হয়ে যাবে রসাতল।
সময়ে সব হবে ধ্বংস,
বিলুপ্ত হয়ে যাবে বংশ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *