দুঃখী ছেলে
একদা একটি ছেলে কেঁদেছিল বসে
সে ছিল তখন একটি ওয়ালে ঘেঁষে!
সাথীর ঝামেলায় তাকে পায়নি দুষে
অপরাধ তার আসেনিত অংক কষে!
লুকানো কষ্টে সে ফুপিয়ে কেঁদে উঠে
অসহায় অভাগাদের দুর্গতি যত ঘটে!
কহিলাম কি হয়েছে রে ছেলে তোর ?
গায়ে হাত দিয়ে দেখি তার প্রচন্ড জ্বর!
খাতা আছে কলম নেই বলে সে কাঁদে
আমার কথায় তার কান্নার বাদ সাধে!
আমি শুধালাম বলারতো দরকার নাই
বন্ধুদের কাছে সংগ্রহ করে যতই পাই।
গণে দেখি অনেক টাকা যোগাড় করি
সকল টাকায় তার দু’হাত ও যায় ভরি!
টাকা কড়ি পেয়ে ছেলে যতই যে খুশি
দুঃখী মা বাবা আনন্দিত হবে যা বেশী!
অনেক টাকা নিয়ে যায় সে যখন বাড়ি
অপেক্ষমান সব তখন এসে তড়িঘড়ি।
বাজার সদাই নিয়েই তার বাবা আসে
ভাই বোন বাকী সব ছিল তখন পাশে!
মা ও বাবাকে সে কলমের কথা বলে
ভালো একটি নিয়েই আসি কহি চলে।
কলম এনে ছেলেটি লেখা পড়ায় যায়
মনে তার প্রচুর শান্তি কতই যেন পায়!