নিরন্তর চলো !

জীবন মানেই নিরন্তর চলতে ছুটা
পদে পদে বাধা ও বিপত্তি রক্তাক্ত
প্রতিকূলতায় ক্ষত বিক্ষত ই ঘটা।

প্রাপ্ত আঘাত ঝাঁপিয়ে পড়ে মুছে
প্রবল আগ্রাসে সংগ্রামে আবার
সাফল্য এসে জীবনে কষ্ট গুছে।

আমরা অনেক সময় ই ভুলে যাই
একটু আন্তরিকতার ছোঁয়া যতো
প্রাঞ্জল হাসি যদি এত কিছু পাই।

কিছু সুন্দর কথা যেথা রয় যতো
সুন্দর ব্যবহারের কী যেনো শক্তি
মানুষের জীবন বদলে দেয় শত!

বাঁচার মতো বাঁচতে জানে যারা
জীবনটা অসম্ভব রোমাঞ্চকর ও
এত ঝুঁকিহীন জীবন পায় তারা।

ঘুমিয়েই না কাটায়ে যেন ইহকাল
জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর
বিশ্রামের জন্যে রয়েছে পরকাল।

জীবনটা উপভোগও করতে হয়
প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ছোট্ট
ছোট্ট স্মৃতি আনন্দের জন্যে রয়।

যারা যত কম অভিযোগ করবে
যত বেশি হাসবে জীবনটা তবে
ততোই সুখে পরিতৃপ্তিতে চলবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *