পবিত্র ঈদ যাত্রা
পবিত্র ঈদুল আজহায় হবে বাড়ি ফেরা
যাত্রীরা টিকেট কাটতে করে ঘুরাফেরা।
ট্রেনের যাত্রীদের যেন অসহনীয় ভোগান্তি
বিপর্যয়ের মুখে টিকেটের হয় যত সমাপ্তি।
অনেকে কেনার জন্য রেলের ঈদ টিকেট
দীর্ঘ অবস্থানের পরেই খালি করে পকেট।
কর্তৃপক্ষ যদি সময়ে ট্রেন ছাড়তে ব্যর্থ হয়
ট্রেনের যাত্রীদের দুর্গতি কত বাড়তে রয়।
কখনো অনেক যাত্রীরা দুর্বিষহ কষ্টে পড়ে
কঠিন যন্ত্রণায় তারা জীবন যুদ্ধে যে লড়ে।
অসাধু টিকেট ব্যবসায়ী সিন্ডিকেট করে
দূরপাল্লার যাত্রীদের কষ্টের সীমা না ধরে।
ঊর্ধ্বতন কর্মকর্তারা আরো মন্ত্রী মহোদয়
যথাযথ ব্যবস্থা নিলে হবে সুখের সহোদয়।