পাপ পংকিল
পাপ আর পংকিলে এই দুনিয়া
যতো সুখ শান্তি আরামের বাস
এখানে বসেই পেতে কেন চাও
বেহেশতের যা মনোরম সুবাস?
আমরা এ কঠিন ধরণীর তলে
ভোগ বিলাসই প্রতি পলে পলে
অকাট্য ও শক্তিশালী বাহুবলে
ঊর্ধ্বমুখী তিলক যার ললাটে।
বর্তমানে মানুষ পাপে রয় লিপ্ত
যার পরিণাম যতো ভয়াবহ হয়
পাপিষ্ঠরা রিপুর তাড়নায় চলা
ফেরাতে রয় আরো কলুষযুক্ত।
এসব পাপ কাজ খুব ই ভয়াবহ
ঔদ্ধত্য পনায় মনের খেয়াল ও
খুশিতে ওতপ্রোতভাবে জড়িয়ে
পড়ে তারা দূরে যায় মায়া মোহ।
কোনো কিছু কেহ বিসর্জন দেয়
আল্লার জন্য উত্তম বিনিময় এর
চাইতেই আল্লাহ পাক সন্তোষ্টিতে
দিলে সে দান গ্রহণ করেও নেয়।