ফলপ্রসূ ভূমিকা
প্রতিটি এলাকা করতে সুন্দর
যুব সমাজ বয়স্কসহ সব মিলে
অগ্রগামী ভূমিকা পালন করে
চলো থাকবে না তো অসুন্দর।
শুরুতে কঠিন যে কোন কাজ
চালু হয়ে গেলে আরো সুচারু
রূপে পরিচালিত করলে সহজ
হয়ে যায় থাকেনা শরম লাজ।
উন্নয়নে ঠিক কর ভাল রক্ষক
যেথা মিলে মিশে কাজে ব্যক্তি
সমাজ দেশ হবে কতো উন্নতি
তবে রক্ষক যেন না হয় ভক্ষক।
ধরণীতে যতো হয়েছে মংগল
সতস্ফুর্তভাবে ঐকান্তিক কত
প্রচেষ্টার ফলেই উপার্জন লাভ
করেছে রয়নি কোন অমংগল।
সফলতায় আল্লাহ মেহেরবান
মহৎ উদ্দেশ্য তপস্যা সাধন যা
যতো কিছুই কাম্য পুরনও হয়
খোদাতো করেন অফুরন্ত দান।