বন্ধুদের যাত্রা
তুমি আর আমি আছি কেবল
সাথে আর নেই বলে নয় দূর্বল।
দু’জন থাকায় ও মনে যত বল
মাঠ ঘাট ডুবিয়ে যা অথৈ জ্বল।
উভয় মিলে মোরা দূরে ও যাব
ওপাড়ার বন্ধুদেরই সংগে নিব।
সকলে মোরা মিলে মিশেই রব
আল্লাহর দয়ায় সবে শান্তি পাব।
সবলরা বিপদে জড়িয়েই পড়ে
কাজে অকাজে বিতর্কেই লড়ে।
সংখ্যায় গরিষ্ঠতাও আছে বলে
বিপদের সম্মুখীন হয়তো ফলে।
একটু সূত্রে ও অনেক কিছু হয়
কষ্ট ভোগের ফলই একত্রে সয়।
অসহায় দুর্বলরাও সমাজে যত
দুর্গতি ভোগ করছেই তারা শত।