বয়স্কদের মূল্যায়ন
কেউ বলে না বয়স্কদের কথা
সবাই কেবল শিশুদের আরো
যুবকদের কথা বলে যথাতথা।
গণমাধ্যমে নেই বললেই চলে
বার্ধক্য বিষয়টি যা প্রবীণদের
পক্ষ থেকে এ আভাস মিলে।
এক্ষেত্রেতো কৃতজ্ঞতা প্রকাশ
সবে করে যে যুগান্তর তাদের
এই অভিযাত্রায় দেয় আভাস।
সংবাদ ও ফিচার তুলে ধরেছে
কয়েক বারই বার্ধক্যের বিষয়ে
ফলে এস্থানে আসতে পেরেছে।
যৌবনা পৃথিবী ঝিমিয়েই যাচ্ছে
ক্রমেই যেন তাই এখন থেকে ই
প্রবীণবান্ধব সমাজ গঠন হচ্ছে।
পৃথিবীতে যতো নতুন কিছু আছে
নতুনত্ব ক্ষনিকের জন্যে ফলে সব
নবীন ক্রমান্বয়ে প্রবীণ হয়ে গেছে।