মর্মস্পর্শী
কি করছো একা তুমি এখানে বসে
তোমাকে দেখে তারা কত যে হাসে।
সকল পরে ছেলেটির কাছে আসে
সবাই একত্রে বসেছে তাকে ঘেষে।
সমস্বরে বলে তুমি কি করছো ভাই
তোর অনুসন্ধানে শান্তি মোদের নাই।
হৃদয় বিদারক এক ঘটনা তার বলে
বলার সময় চোখের পানিও ফেলে!
বাস যোগেই বাড়ীতে রওয়ানা দেই
সাথে বেশ টাকা পয়সা আমি নেই।
শেষ রাতে ডাকাত দল বাসে ঢুকে
তারা সকল মুখুশ পরা ছিল মুখে।
খুব শীঘ্র যাত্রীদেরকে জিম্মি করে
সব কিছু হাতিয়ে নেয় আরো মারে!
আমার কাছে কোন টাকা নাহি রয়
এমন কষ্টের জ্বালা প্রাণে নাহি সয়!
দুঃখের কাহিনীতে যত অনুতপ্ত হয়
শান্তনা দিয়েই তাকে হাতে ধরে লয়!
তাকে নিয়ে সকল রেষ্টুরেন্টেও যায়
একত্রে বসে সবাই প্রচুর নাস্তা খায়।