মারপ্যাচ
আমাদের ফিকির কত মারপ্যাচ খায়,
গন্ডির ভেতরে যতটা স্থান যেন পায়।
মোরা সব বনে গেছি এতোটাই বোকা,
পরিস্থিতির স্বীকারে পাচ্ছি যে ধোঁকা।
অনিয়মটি নিয়ম হিসাবে সবে মানতে,
দায়িত্ব পারে যে তারা দখলে আনতে!
যেথায় সকল তারা অগ্রসর হতে যায়,
ঠক বাজি ধূম্রজালের তারা পায় সায়।
ধান্ধাবাজি ঠগাটগি তাদের যেন কাম,
ব্যস্থতায় তাড়াহুড়ায় পড়েই যায় জাম।
মদ বিক্রেতাকে যেতে হয় না কোথা ,
লাইন বেঁধে ক্রেতাই সংগ্রহ করে সেথা।
শরিয়তে যেথায় সর্বদা যত নিষেধ রয়,
অন্দরে তা বিক্রি করে কোটিপতি হয়।
দুধ বিক্রেতা ঘুরে পাড়া মহল্লায় যায়,
দরজায় সন্ধান করে ও ক্রেতানি পায়৷
তাদের প্রবঞ্চনা করে মোদেরে আজব!
অসৎদের কার্যকলাপে পড়ে যে গজব!