মূসা(আ:)
আল্লাহকে দেখতে যখন
ইচ্ছা করলেন মূসা (আ:)
উত্তরে বলেন খোদা তখন।
সামনে তুমি এগিয়ে যাও
ফেরাও দৃষ্টি পর্বতের দিকে
দেখতে ই তাকে যদি পাও।
স্থিতিশীল আছে অবস্থানে
ধৈর্যশীল থেকে মনে প্রাণে
অটল থেকো তোমার স্থানে।
তবে আমাকে দেখতে পাবে
মনে প্রাণে অন্তরে তৃপ্তি ভরে
সাক্ষাতের ভাসনা দূরে যাবে।
যখন আল্লাহ এসে দেখা দেন
পর্বতের ওপর তাকিয়ে তখন
মূসা(আ:) জ্ঞানই হারিয়ে নেন।
মূসা কালিমুল্লাহ হলেন বেহুশ
প্রশংসা তওবা ঈমানের সাক্ষ্য
দেন যখনই ফিরে আসে হুশ।