সহযাত্রা

চল, চল, চলরে তোরা ,
একসাথে যাইরে মোরা।
এখন নাইরে কোন বৃষ্টি ,
পথ চারীরা দিল দৃ্ষ্টি।
হাঁসগুলো দিঘির জলে ,
সাঁতার কাটছে মনের বলে।
রাস্তায় চলছে ঘোড়ার গাড়ি ,
জন-মানব দিচ্ছে পাড়ি।
হাট বাজার করছে যারা ,
কোলাহলে পড়ছে তারা।
দলে দলে গল্প জোটের ,
বিকি দিচ্ছে বাদাম বুটের।
সায়াহ্নে সব ফিরছে বাড়ি ,
কেউ বা যাচ্ছে দিয়ে গাড়ি।
রঙ্গ বেরঙ্গের সবকিছু ই ,
ভোগ করেছি মোরা।
প্রার্থনা ও নৈশভোজ শেরে ,
ঘুমিয়ে যারে তোরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *