সুর লহরী
গুন গুন শুরে গান গেয়ে যায়
অংগভংগী সুরের তালে তালে
হেলে দুলে মনে যা শান্তি পায়।
সুর লহরী মনোহর যেন কতো
অস্পষ্ট হলেও ভংগিমায় বুঝা
যায় তাহা মনোমুগ্ধকর শতো।
একটু পরে তাকে দেখা গেলো
তার বন্ধু বান্ধবদের সাথে এক
বস্তিতে গিয়ে সে মিলিত হলো।
সবে মিলে জুরে সুরে করে শুরু
গানে গানেই চমৎকার পরিবেশ
সৃষ্টি করে নির্দেশনায় ছিল গুরু।
বাদ্যযন্ত্র বাজিয়ে চলছিল গান
নৃত্যের সঙ্গে জড়িত হলো প্রাণ
কেড়ে নিলো অনেকেরও জান।
গুরুর আদেশ যত তামিল করে
পরিশেষে তার নির্দেশ হলে পরে
অনুষ্ঠান শেষে বাড়ির রাস্তা ধরে।