স্বর্ণালী দিন
জীবনেরতো শ্রেষ্ঠ সময় ই হল ছাত্রজীবন
সাংসারিক জটিলতাও জীবনের বাস্তবিক
খুঁটিনাটি থেকে চিত্তকে চিন্তামুক্ত রেখে এ
ছাত্র জীবন সঠিক ভাবে কাজে লাগালে
পরবর্তী সারা জীবনেই সবে করে উন্নয়ন।
বাতাসের মতোই এই নির্মল স্নিগ্ধ ও স্বচ্ছ
স্কুল লাইফেই কাটানো সময় গুলো প্রায়
অধিকাংশ মানুষের কাছেই সব থেকেও
আনন্দ ঘন মুহূর্ত এবং এর যথাযথভাবে
বাস্তবায়নে বর্তমান ও ভবিষ্যৎ হবে মুক্ত।
বিদ্যালয় অঙ্গাঙ্গি ভাবেও আছে ই জড়ে
অপরিপক্ক বয়স থেকে প্রাপ্তবয়স্ক হওয়া
পর্যন্ত স্কুল আমাদের জীবনে সর্বাধিক
গুরুত্ব পূর্ণ ভূমিকা গ্রহণ করার ফলে ই
উপযুক্ত বাস্তবায়নেই মধুর জীবন গড়ে।
যে স্কুল মোদের ছোট থেকে বড় করেছে
প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে প্রত্যক্ষ
এবং পরোক্ষভাবে থেকেছে সেই স্কুলের
শেষ দিনের বিদায় বেলায় সব অনুভূতি
একমাত্র স্মরণযোগ্য থাকার পথ হয়েছে।
পুরনো স্মৃতি গুলো শুধু মনে পড়ে যায়
বন্ধুদের সঙ্গে কাটানো খুনসুটি মাখানো
অমূল্য কিছু মুহূর্ত টিচারের ভালোবাসা
মাখানো বকুনি ব্যতীত ক্লাস রুমে ভাগ
করে টিফিন খাওয়া স্মরণেও খুশি পায়।